[১৭]
হার জিতের চলছে খেলা,ঘূর্ণি ঝড়ে উড়ছে ফুল
কারো গলায় হচ্ছে মালা,কারো বুকে বিঁধছে শূল;
জনার্দনের ভেলকিবাজি
জিৎ তে হলে চাই কাজি;
পরের ছিদ্র পরে হবে,আগে নিজের খোঁজ ভুল।

[১৮]
বোগল বাজায়,পায়রা ওড়ায়,নাচায় যত হাতি
যুদ্ধ জয়ে ফিরছে ঘরে,বড় রানীর ছোট নাতি;
পাড়া পড়শির নেই ঘুম
নাচা নাচির পড়েছে ধুম;
ভর্তুকিতে দু’টাকা চাল পারবে এবার খাতি।

[১৯]
হায়রে কপাল,সাজ সকাল,ভাবনা শুধু ভোট
কাটা কুটি,সাজায়ে গুটি,গড়ে উঠবে জোট;
চাইছে দেশের জনগণ
তাইতো এসব আয়োজন;
চাইনা কিছু বিনিময়ে শুধু হাতের ময়লা নোট।

[২০]
আইন আছে,কানুন আছে,আছে পুলিশ থানা
অন্ধ কানুন জন্মাবধি,পুলিশ নাকি দিনে কানা;
বল আছে যার সেই রাজা
নীতি বিধান?আরে যা যা!
আম জনতার কাজ হল যত রাজ্যের বিধান মানা।