[৯]
কে করলো গুলি,হায়রে কী কুচকচালি!
রক্ষা কর্তার ব্যর্থ মুখে,পড়লো চুনকালি।
তাজা প্রাণের রক্ত ঝরে
কাক তাড়ুয়ায় ঝগড়া করে,
গিরগিটি দিব্যি আছে,রঙ চোখের বালি।
[১০]
ভোমর বসে ডাগর ফুলে,জাত বেজাতের দ্বন্দ্ব ভুলে
উজান স্রোতে দুলছে তরি,সকল বাঁধন দে রে খুলে।
বৈধ যখন পরকীয়া
কিসের তরে আর বিয়া,
অঙ্গি সাক্ষী,মন্ত্র-তন্ত্র,এবার এসব সব দে রে তুলে।
[১১]
পরকীয়ার হরির লুট যে যত টা পারিস খা
জাত বেজাতের বাঁধন টুকু ফুরুৎ উড়ে যা।
বীর ভোগ্যা বসুন্ধ্ররা
জরা ব্যাধির কিবা করা!
বাপের খোঁজ কেবা রাখে,একটাই হোক মা।
[১২]
বেশ তো ছিলে লক্ষ্মী হয়ে,কেন আবার কর দুষ্টমি
নাদুস বাসার খোঁজ পেলে তো ফুড়ুৎ তুমি টুনটুনি।
প্রেম থাকুক সব ফেসবুকে
লক্ষ্মী থাকো পকেট সুখে,
আমার সময় বেশ তো কাটে টুনির মার গান শুনি।