[৫]
ভাঙছে ব্রিজ,ভাঙছে দল,সমাজ সেবার কোলাহল
ভাঙছে নিয়ম,ভাঙছে নীতি,ভোটই হল আসল ফল;
ঐ যে দেখ ছুটছে ওরা ঊর্ধ্বমুখ
সবার আগে ছিনিয়ে নেবে স্বর্গসুখ
সত্যমিথ্যে গুলিয়ে গেল,চাই যে কেবল সংখ্যা বল।

[৬]
কুকুর আমায় কামড় দিল,কামড় কেন দেব না!
মানুষ বলে তাই কি আমি, প্রতিশোধ নেব না?
আহা-রে মানুষ,নামেই ফানুস
কাজ কুকুরের নামেই মানুষ,
স্বভাব যদি কুকুরের তোর, নামে কেন শুধু মানা?

[৭]
ডিগ্রীতে নেই জুড়ি কেও ,এম.এ.পাশ মাস্টার
চাকরি পাওয়াতে নাকি, দাদার আছে হাত তার।
বিষয়ে পোক্ত নয়,ভাষাতে ফাস্ট বয়
কথার মাঝেই থকে, খিস্তি বর্ণময়
ছাত্র বিগড়ে গেলে, খোঁজে শুধু দোষ কার।

[৮]
খবর খুললে শোন গনো কিংবা মোনো রেপ
অফিসে শোরগোল নিয়ে বি.এফ.,আর পি.এফ
হাতে গোনা আছে কিছু সেকেলে ভাম
কাজ আর কাজ নিয়ে পটি করে আম;
ভালো মন্দ ডিগবাজি খায়,দাদা ভরসা স্রেফ।