লাউ
        অচিন্ত্য সরকার

বেঁধেছো মাচা উঁচু ডালে
লাউ ধরেছে অকালে,
রাতে দিনের ছলাকলায়
চাঁদ উঠেছে বৈকালে।

লাউ তলাতে জমেছে ভিড়
আগা ও তলা খেতে,
হাঁটু গেড়ে বসেছে সবাই
সাধের লাউকে পেতে।

চিংড়ি দিয়ে জমবে ঘন্ট
সবার জিভেতে জল,
গোঁপে কেও মাখছে তেল
দেখেই গাছের ফল।

লাউয়ের চোখে স্বপ্ন দোলে
আঙুল ছোঁয়া ফকির,
ক্ষণে ক্ষণে মনটা উদাস
বুকেতে গোপন তির।

ফকির আছে ধ্যানে বসে
শিকড় পানে চেয়ে,
দূরের লাউয়ে পুষ্টি যোগায়
মাটির গান গেয়ে।