কুমড়ো প্রজাতি
            অচিন্ত্য সরকার

কুমড়ো গড়ায় এপাশ ওপাশ
কোন পাশেতে নরম,
কোন পাশেতে পড়তে পারলে
ঘরটা থাকবে গরম।

বর্ষাকালে ডান পাশে যায়
শরৎ কালে বামে,
মাঝের সময় হিসেব কষে
কোনটা আসে কামে।

ধূর্ত শিয়াল ফন্দি আঁটে
গাছের তলায় বসে,
কুমড়ো থাকে পাতার কাছে
বোঁটা ধরে কষে।

সবুজ কুমড়ো গেরুয়া হয়
পেকে গেলে ছাল,
সবুজ তরমুজ কেটে দেখি
ভেতরে তার লাল।

রঙ দেখিয়ে ধোঁকা দিচ্ছে
কুমড়ো প্রজাতি যত,
আম জনতার করতে সেবা
কুমড়োর জ্বালা কত!

রঙ বাহারী ছাল দেখিয়ে
বীজ করছে পুষ্ট,
আপন ঘরে খাদ্য জমায়
রঙ চতুরী দুষ্ট।