কলির ভজন
অচিন্ত্য সরকার
সেই চোখ দুটি পাইনে খুঁজে
দেখবে যে আমাকে,
আছে যে ধন বুকের গভীরে
থাকে কি তা পকেটে?
পকেটের ধন খুঁজতে ব্যস্ত
সবাই যে দিশেহারা,
হৃদয়ের ধন গুমরে কাঁদে
কদর করবে কারা?
হাজার চোখের দৃষ্টির ভীড়ে
সেই চোখ দু'টি কই,
বুকের মাণিকে উজাড় করতে
পথ চেয়ে যার রই।
আড়ম্বরে ঘেরা উৎসব যত
টাকার ছন্দে বাঁধা,
মনের মানুষ খুঁজতে গিয়ে
জগৎ গোলক ধাঁধা।
সত্য আর প্রেম পায় না মূল্য
বুকের গভীরে কাঁদে,
পকেট মূল্যে কেনা বেসাতি
জড়াতে বর্জ্য ফাঁদে।
বুকের ধনে মজবে যে জন
মানিক সে তো বুকের,
দুখের সাগরে সেইতো পারে
নাবিক হতে সুখের।
বুকের ব্যাথায় ঢেকুর তুলি
পকেট রাখি চেপে,
শান্তি কিনতে বাজারে ছুটি
খরচ করি মেপে।
কাঁদিস কেন রে অবুঝ মন
খাঁচায় ভালো থাক,
সুজন মাঝি না যদি থাকে
শুকনো নদীর বাঁক।
মনের জগৎ,পেটের জগৎ
তফাৎ বোঝে ক'জন,
পকেট ভরো,ফূর্তি করো
এই তো কলির ভজন।