কবিতা তুমি গদ্য হয়ে যাও
অচিন্ত্য সরকার
কবিতা তুমি গদ্য হয়ে যাও
দুখিনী মায়ের চোখের অঝোর ধারায়
অসহায় বৃদ্ধার ক্ষুধার্ত পেটে,
সবলের অহংকারী অমানবিকতায়।
কবিতা তুমি গদ্য হয়ে যাও
অবাধ্য ভাবনার অচিন্ত্যনীয় নীচুতায়
লালসার বিজ্ঞাপনী চাতুর্ষে
প্রেমহীন পাশব দাম্পত্যের কামনায়।
কবিতা তুমি গদ্য হয়ে যাও
বেকার প্রেমিকের টুটে যাওয়া প্রেমে
ধর্ষিতার অসহনীয় হাহাকারে,
নেতৃত্বের নীতিহীন স্বার্থান্বেষী অবনমনে।
কবিতা তুমি গদ্য হয়ে যাও
প্রিয়জনের বিশ্বাসহীন আড় চাওনিতে
ভালবাসাহীন মিথ্যে ছলাকলায়,
শরীরের আগে হৃদয়ের অপমৃত্যুতে।