কবিতা ছাদ
অচিন্ত্য সরকার
আমার ছাদ,ও আমার কবিতা ছাদ,
এক ফুসফুস শুদ্ধ বাতাস,একটু পাখির ডাক।
এক চিলতে মুক্ত আকাশ,ক্ষণিক অবকাশ।
সকাল বিকেল শান্ত রোদ ভালোলাগা মাখা,
দক্ষিণ বাতাস গাছের ডালে দোলায় আদর পাখা।
শীতের ছাদে উষ্ণ রোদ,নানা ফুলের গন্ধ,
রুপের মোহে মন মাতায় যুগিয়ে যায় ছন্দ।
শাওন ঘন মেঘের চোখে এক পশলা বৃষ্টি,
কাব্যরাণী হাত ছানি দেন চাই যে তার সৃষ্টি।
চায়ে চুমুক,ফাঁকা সুমুক,দূর পানে চায় আঁখি,
মনে পড়ে কিশোর বেলার,নীড় হারা সেই পাখি।
পেছোন ছোটা সময় পরী,বন্ধ চোখে আসে,
চুলের ফাঁকে হাত বুলিয়ে মিষ্টি সুরে বলে,
শরৎ বেলায় নদীর তীর কেবল ভরে কাশে,
ডাল গুলো কি ভরা থাকে সব ঋতুতে ফলে?
একলা ছাদে তাড়াতাড়ি মুছে ফেলি চোখ,
অজান্তেই যখন তারা ভরে ওঠে জলে।