কি ভাষায় বলি
অচিন্ত্য সরকার
ব্যাখ্যা কেন দিস এতো
জানি মিথ্যে টা তোর রক্তে,
চাই না আমার ব্যাখ্যা কোনো
দিস ওটা তোর ভক্তে।
শৃঙ্খলাহীন কথাই শুধু
তোর জন্মগত মূলধন,
পরের মাথায় ভাঙবি কাঁঠাল
এটাই তোর জীবন পণ।
হঠাৎ হওয়া দরদ তোর
হঠাৎ আতি ভালো,
ঢাকতে আর পারবে না তোর
মনের গভীর কালো।
শিক্ষা দীক্ষা সৎ অভ্যাস
সবটাই তো শূন্য,
দু'কান কাটার ভয় কি আর
অহংকারে ড্রাম পূর্ণ।
নিজের গায়ে হাজার ফুটো
দেখতে পাস না তুই,
মনে ঘোরে একটাই কথা
ফুটো কেন সুঁই।
কাজের নামে অষ্টরম্ভা
অন্যের হাতে নাচা,
জ্ঞান বাষ্পে পূর্ণ পেট
শুনে শুনে পাঁচা।
আপন মনের কুটিল দ্বন্দ্বে
রাঙিয়ে দেখিস সব,
আপন ছায়ায় চমকে উঠিস
করিস রে রে রব।
মিথ্যে টারে সত্য করিস
ছল চাতুরির জোরে,
সৎ মানুষ বিভ্রান্ত হয়
তোর কথার ঘোরে।
বাহু বলের মত্তে মরিস
গর্ব কেবল ভোটার,
জন্মে মানুষ হয় না সম্পদ
আছে কি জ্ঞান বোঝার?
জ্ঞানের কথা বলাই বৃথা
মূর্তিমান স্বার্থ থলি,
ভাষায় যা বোঝানো যায় না
কি করে তা বলি?