খুড়ো খুড়ি
অচিন্ত্য সরকার
ষষ্ঠী খুড়োর গুষ্টি ভালো
আভাবও নেই পুষ্টিতে,
খুঁড়োর শুধু দুঃখ একটা
টাক রয়েছে কুষ্টিতে।
চুল গজাতে তেল যত
মালিশ করে খুড়ি,
চুলের দেখা নেই টাকে
খুড়ি হলো বুড়ি।
চুলের জন্য ঘরে বসে
পুষ্টি বাড়ায় খুড়ো,
মেদের ভারে অকালেতে
খুড়ো হলো বুড়ো।
চুলের শোকে সব গেল
হায়রে খুড়ো খুড়ি,
লাটাই ধরে খুড়ি বসে
খুড়ো ওড়ায় ঘুড়ি।