খুড়ো জব্দ
অচিন্ত্য সরকার
খুড়ো বলে তাস খেলা টা বড্ড করি মিস,
খুড়ি বলে থলে ধরো,আনো জ্যান্ত ফিস।
মাসের শেষে খুড়োর পকেট,আস্ত গড়ের মাঠ,
তাস খেলাতে বসতে চায়,এড়িয়ে গিয়ে হাট।
হঠাৎ খুড়ির মাথা আগুন,ছুড়ে মারে বেগুন,
খুড়ো চেঁচায় পাড়াময়,বৌ যে তারে করে খুন।
দেখাতে মজা,খুড়ো গোঁপে লাগায় ফেবিকল,
আদর করতে চেয়ে,খুড়ির সাথে করে ছল।
ফেবিকলের গন্ধ পেয়ে খুড়ির মাথা ঘোরে,
নোলক দিয়ে খুড়োর নাকে,কোষে আঘাত করে।
ছিকটে গিয়ে খুড়ো যেই,নাকে বোলায় হাত,
গোঁপের সাথে আটকে হাত,খুড়ো জগন্নাথ।
সেই থেকে জব্দ খুড়ো,শান্তি এলো সংসারে,
পড়শি বৌ রা টিপস নেয়,পান খাইয়ে খুড়িরে।