খেলা
     অচিন্ত্য সরকার

জগৎ জুড়ে খেলার মেলা
হার জিৎ আর ভাঙাগড়া;
খেলছে যেজন অলক্ষ্যেতে
জিততে তাঁরে শুন্য ফলে
খেলতে হবে আপনা ভুলে।