খাঁটি মানুষ
অচিন্ত্য সরকার
তুমি বলেছিলে, ‘’মোরা একই বৃন্তে দূ’টি কুসুম
হিন্দু মুসলমান’’ তুমি ধরেছিলে ‘’এক হাতে বাঁশের
বাঁশরি আর হাতে রণতূর্য ‘’সুন্দরের পূজারী আর
সুন্দর ধ্বংসকারী আসুরের জন্য আলাদা আলাদা
দিয়েছিলে বাস্তব বিধান। তোমার বানী তে শুনি
‘’বিশ্বে যা কিছু মহান সৃষ্টি,চির কল্যানকর,অর্ধেক
তাহার দানিয়াছে নারী,অর্ধেক তাহার নর’’-এভাবে
কতো কঠিন সমস্যার কত সহজ সমাধান দিয়েছো
তুমি, শুধু কাগজের পাতায় নয়,জীবনের প্রয়োগেও।
তুমি গেয়েছো যে সাম্যের গান,সে তো আর কিছু নয়,
জাত জালিয়াতি জুয়া আর ‘টিকি- দাড়ি’ ধর্মের ঊর্ধ্বে
উঠে মানুষে মানুষে রক্ত-মিত্রতার মহিমার জয়গান।
প্রেম আর সুরের ঝর্ণা ধারায় ভরেছো পৃ্থিবী তে প্রাণ,
অস্ত্রও নিজ হাতে সত্য ও সুন্দর কে বাঁচাতে;তার পর
শুধু ভালোবাসা দিতে আর পেতে আসা তুমি, নিদারুণ
অভিমানে হয়েছো নীরব,প্রেমহীন পৃথিবী থেকে চলে
গেছো বহু দূরে, যেখানে পূর্ণিমার চাঁদে নেই ক্ষয় আর
মিলনে নেই আবসাদ। তোমার হৃদয়ের গভীর থেকে
উঠে আসা আপোষহীন বিশ্বাস-রূপ বাণী আজও মানি
হে রসরাজ, তোমাকেই খাঁটি মানুষ রূপে পূজি আমি।