কেঁদে ওঠে মন
অচিন্ত্য সরকার
ফুলের খোঁজে মধূপ,সবাই চঞ্চল
সারা দিন ঘোরাঘুরি,পাগল যেমন
উড়ে উড়ে গাছে গাছে,প্রেমময় মন
মধুর অমোঘ টানে,কত করে ছল।
রঙিন ডানায় উড়ে,প্রজাপতি ঘোরে
মনে তার ইচ্ছা সেই,আকুতি মধুর
ভালোবাসা চাই তার,প্রেমিকা বধুর
এফুল সেফুল করে,উঠে কাকভোরে।
কপোত কাতর চায় কোথায় কপোতী
অতীব অস্থির মন,বিরহ ব্যথায়
সান্ত্বনা কোথায় তার মিথ্যে কথায়
বিরহের বেদনা কি বোঝে একা সতী।
ভালোবাসা জালে বোনা,এ বিশ্ব ভূবন
সঙ্গীহারা হয় যারা,কেঁদে ওঠে মন।