কান কাটি
অচিন্ত্য সরকার
মায়ের কথা বলব কি
সে যে পরম আপন,
মার জন্য পৃথিবী স্বর্গ
মার স্নেহে ভরে মন।
মাটির ঘরে মা যে দেবী
আমার জন্ম দাত্রী,
হাজার দুখে সান্ত্বনা পাই
মা যে ত্রাণের কর্তী।
বিশ্বমাঝে মা যে শ্রেষ্ঠ
যত আছে বাঁধন,
ভুবন মাঝে আমি মা'র
নাড়ী ছেঁড়া ধন।
আপন দেহের ভাগ দিয়ে
পুষ্ট করে সন্তান,
মায়ের সেবা শ্রেষ্ঠ ধর্ম
মায়ের রাখি মান।
মায়ের সেবায় বাধা যারা
মানুষ রূপী শয়তান,
কি আর করি ভদ্র মোরা
কাব্যে কাটি দু'কান।