কাল কোলাজ
অচিন্ত্য সরকার
করোনা কোল বালিশ
বাস মালিকের শালিস
আম জনতার নালিস।
মোটা মোটা চাল
একটা চামচ ডাল
লকডাউন এর কাল।
লক্ষ্য ভোট
বাঁধে জোট
পাকায় ঘোঁট
পরমার্থ নোট।
আমফানের ত্রাণ
মধুর সে আঘ্রান
ঘরে তুলতে আপ্রাণ।
করোনার ভয় লাগে
অন্য রোগী রাত জাগে
চিকিৎসা কই তাদের ভাগে।
চিঠির চালাচালি
তর্কাতর্কি গালাগালি
কাজ নেই ভাড়ার খালি
বলতে গেলেই চোখের বালি।
রাজার দেওয়া চাল
আর রাজনীতির চাল
একাল কি সেকাল
একই চিরকাল।
করোনায় কুপোকাত
ড্রাগন করেছে তাক
নীতি দুর্নীতির চতুর বাক
এখন সব দূরে থাক।