কে বলে,যে তুমি হেরে গেছ,
তুমি আমার ভালোবাসা পাওনি?
যারা বলে, তারা নিতান্ত অবুঝ,
কিন্তু তুমি তো আর অবুঝ নও।
সব প্রেম কি বেড রুমে নামানো যায়,
না কি, রোজকার তেল –নুন- লংকার
ঠোকাঠুকিতে শুকিয়ে ফেলতে আছে?
চাঁদ দূর গগনে বলেই তো কাব্যপ্রেরণা।
তুমি কাব্যরানী,দেশ-কাল-সময়ের
গণ্ডি পেরিয়ে তোমার অক্ষয় আসন।
বাসর রাতের ফুল সকালে বাসি হয়,
কিন্তু তুমি, চির-কাঙ্ক্ষিত,চিরন্তন।