তুমি শরতের শিউলি ছিলে
শীতের পাতা ঝরার আগাম
বার্তা পেতেই গেলে চলে ,
আমাকে একা,সম্পূর্ণ একা করে।
সাদা ভেলায় ভর করে চলে গেলে
গোলাপী স্বপ্নের আগামী-অভিমুখে।
বর্ষা-পচা দুর্বার মত,আমি
যখন অবসাদ-দলিত আধমরা;
কবিতা,আমার অবহেলিত প্রেমিকা
আমাকে তার সুধা ধারায়
অভিসিক্ত করল।তার বুকের
উষ্ণতায় আমি সজীব হলাম। বুঝলাম,
আসল প্রেমিকা কবিতার মত হয়
তারা বাঁচার বার্তা আনে,মৃত্যুর নয়।
কবিতা জীবন রসে সিক্ত রজনীগন্ধা
কবিতা ছাড়া, জীবন রুক্ষ্ম-বন্ধ্যা।