যখন আমি লকলকে শাল তরু
তোমার কাছে তখন খুবই প্রিয়;
কবিতা তোমাকে ঈর্ষা করত,
ওকে সময় দিতাম না,অভিমানে
তাই, কাছে প্রায় ঘেঁসতোই না।
কত অবহেলা করেছি ওকে,
সপ্তাহে একটা ঘন্টাও ছিল না
ওকে দেবার জন্য।শুধু তুমি,তুমি,
আর তোমার ভবনা,আমাকে
দু’দণ্ড ওর কথা ভাবতেও দিত না।
তারপর এল সেই দিন! কোন দিন?
ঐ যে,যে দিন আমি তোমার কাছে
হঠাৎ বেমানান!
তুমি ছলচাতুরি আর লুকোচুরি করতে,
করতে অবহেলা,না দিয়ে জানান।
কবিতা আবার একটু একটু করে,
কেমন যেন কাছে আসতে থাকল।
আমি যখন বিষণ্ণ বিকেলে আনমনা
অথবা শ্রাবনের ধারা-ঝরা দুপুরে একা;
কবিতা এল!
পেছন থেকে আমার গলা ধরে বল্ল,
‘কে বলেছে তুমি বেমানান?উঠে পড়
আমাকে বুকের ভিতর আঁকড়ে ধর।
কবি কি প্রেম ছাড়া থাকতে পারে?
আমার বুকে তোমার প্রেমিকাকে ধর
বশে সে থাকবে তবে,মৃত্যুরও ওপারে।‘