জোনাকি          
           অচিন্ত্য সরকার

কবিতারা খেলা করে অন্ধ গলিতে জোনাকি
আলো আঁধারি আয়নায় মানুষের ভেলকি।
চমকে চমকে ওঠে আপন ছায়ার গাঢ়ত্বে,
সংখ্যা গরিষ্ঠ দলের পরিচয়হীন জড়ত্বে।
বন বাদাড়ে ওঠে বাদামী পাতার কোলাহল,
একে অপরের গায়ে ঠুকে বিদীর্ণ চলাচল।
শব্দের হলাহলে ছন্দ সুর লয় তাল কাঁদে,
অসুরদের দৌরাত্বে ব্রহ্মা পড়েছে ফাঁদে।
পারিজাতের ছায়া গুলো শেওলা পিছোল,
বিশ্বাস কিনতে কেও ঢেলেছিলো ঘোল।
নিয়ন আলোর নীচে মস্ত শীতল আঁধার,
ঠিক ভুলের সমীকরণটা বড্ড বেশি ধাঁধার।
কবিতারা ঘোরে জাতহীন লালনের বেশে,
খুশি কেনার মলে মলে চোরা হাসি হেসে।
শিখাটা ঘুরিয়ে কিছুটা পথ দেখা যায় পাশে,
আঁধারের ভুত ভয় পেয়ে জোটে এক সাথে।
আপন আগুনের তাপে জোনাকিরা জ্বলে,
সব টুকু ভরসা তাই,আজও যায়নি জলে।