যোগাসন
অচিন্ত্য সরকার
মহিম বাবুর ওজন ভারী
সুগারে বাবু কাবু,
ডাক্তার বদ্দি ফেল সবাই
বড্ড চিন্তায় বাবু।
হোমীয়প্যাথি,অ্যালোপ্যাথি
যত আছে আয়ুর্বেদ,
একে একে সবই খেলেন
কমলো না তার মেদ।
গুরুর কথায় এবার তিনি
গেলেন করতে যোগ,
অল্প দিনেই মহিম বাবু
বুঝলেন উপোযোগ।
ঝরলো মেদ,নীরোগ শরীর
মন হলো ফুরফুরে,
যোগের গুণ প্রচার করেন
বাবু, গ্রামগঞ্জ ঘুরে।
যোগে স্বাস্থ্য,যোগে মুক্তি
করো রোজ যোগাসন,
রোগ বালাই,বলবে পালাই
শুদ্ধ হবে প্রাণ মন।