যদি মনে করো-
আমার কবিতা পড়লে
লোকে জানতে পারবে,
তবে লুকিয়ে পড়ো;
মতামত দিও না।
যদি মনে করো-
আমার কবিতা পড়লে
কলঙ্ক বাড়বে না,
তবে অবশ্যই পড়ো;
লোকের কথায় কান দিয় না।
যদি মনে করো-
আমার কবিতা তোমাকে
আমার মত ছুঁয়ে যায়,
তবে নিশ্চিত যেন
ভালোবাসা ফাঁকি ছিল না।
যদি মনে করো-
এত কথা বলার
কোন দরকার ছিল না।
তবে ভুলে যেও
অপরাধ নিও না।