জীবন প্রবাহ
অচিন্ত্য সরকার
বুকে ধরে প্রথম সভ্যতার সাক্ষী
নদী তুমি বয়ে চলা জীবন,
শিলার গর্ভে সৃষ্ট সলীল স্রোতে
জীবন পুষ্ট করো প্রতিক্ষণ।
ক্লেদ সকল ধরেছো আপন বুকে
অঙ্গে পরেছো ফেনীল বেশ,
পললে করেছো উর্বর তীরভৃমি
শষ্য সম্ভারে ভরেছো দেশ।
নগর গড় আপনার সমৃদ্ধ তীরে
বুকের তরঙ্গে বাণিজ্য বহর,
লিলায়িত তরঙ্গের চঞ্চল রঙ্গে
নিত্য মুখর গ্রাম,গঞ্জ,শহর।
জীবন রসদ যোগাও নিত্য দিন
তুমি জীবন রূপী জল,
চিতাভস্ম ধরো আপনার বুকে
জীবন মৃত্যু কর সফল।