আমি এক দু’কুল ভাঙা নদী
উৎস মুখে পড়েছি গভীর খাঁদে,
বিক্ষুব্ধ ফেনিল বিস্ফোরিত ক্লেদ
পার্বত্য প্রবাহে বাঁধা পড়েছি বাঁধে।
মধ্য প্রবাহে দীন, পুষ্টীহীন
ঘূর্ণি স্রোতে মেজেছি পাঁকে,
বুনো শ্যাওলা খেয়েছে জীবনী
পদ্ম কুড়ি ঝরেছে বাঁকে।
বুকের পলিতে উর্বর ক্ষেত
শষ্য খেয়েছে পঙ্গপাল,
শিরায় শিরায় রক্ত বারি
জীবাশ্মে ছাপ অস্থি কঙ্কাল।
আবছা হয়েছে সাগর পিতার
প্রতি বার দেওয়া হাতছানি,
ব-দ্বীপ প্রবাহে খন্ডিত ধারা
মিলবে কোথায় কেও কী জানি!