জীবন লড়াই
অচিন্ত্য সরকার
পথে ঘাটে চলতে হলে
আসবে অনেক বাধা,
চলা বন্ধ হলে আবার
জীবন হবে আধা।
সাবধানে পথ চলা চাই
ভেবে সবটা দিক,
চলার পথ সহজ হবে
কাজ হবে সঠিক।
পথের নিয়ম মানতে হবে
সবার কথা ভেবে,
প্রতিবাদ ও করতে হবে
ভুলও শুধরে নেবে।
বিপদ দেখে ভয় পেলে
জীবন চলবে না,
সামনে এগিয়ে না চললে
উন্নতি সম্ভব না।
বাধা বিঘ্ন পেরিয়ে চলার
নাম জীবন লড়াই,
এই লড়ায়ের মধ্যে দিয়েই
জীবন খুঁজে পাই।