জাগো দুর্গা
অচিন্ত্য সরকার
হচ্ছে যা সব চারিদিকে যায় না মানা
মানুষ মানুষ মুখোশ পরে দিচ্ছে হানা
মানুষ নয়,কাজ দেখে তা যায় জানা
লালসাবিহারী।
সৎ,সুস্থ মানুষেরা আজ হয়েছে দুর্বল
কুক্ষিগত ক্ষমতায় তান্ডব চালায় খল
দূষিত চারদিক,জলে জঙ্গমে হলাহল
চলে মহামারী।
শিশুযোনি ছিন্নভিন্ন করে রোজ কারা?
মা হয়ে সন্তানের শ্বাসরোধ করে কারা?
রক্ষক হয়ে কৌশলে ভক্ষণ করে কারা?
দুষ্ট পাপাচারী।
জাত নয়,ধর্ম নয়,নারী-পুরুষ তন্ত্র নয়,
এদের জন্য এতো বেশী তর্কাতর্কি নয়
এদের কেবল একটা মাত্র পরিচয় হয়
দৈত্য কদাচারী।
দুরাচারের চোখ রাঙানি ষোলকলায়
মানুষ কেন রবে,দৈত্য পায়ের তলায়?
জাগো দুর্গা,সম্মিলিত শক্তিতে ধরায়
নাশ মানবারি।