জাগো চামুন্ডা হয়ে
অচিন্ত্য সরকার
মানুষ খেকো হলে মানুষ বাস্তু তন্ত্রের ক্ষয়
বাঁচাতে মানুষ মানুষ খেকো মারতে তো হয়।
নারী জাগো চামুন্ডা হয়ে
অসুর নাশের শপথ নিয়ে
চন্ডী হয়ে অসুর নাশ,মা হয়ে দাও পরাভয়।
দেবতারা শক্তিহীন ব্রহ্ম বরের বর্মে যখন
তেজ অগ্নি পুঞ্জিভূত চারদিকেতে অনুক্ষণ
অট্টহাসির তোলো রোল
তান্ডব নাচের ধরো বোল
সঙ্গ সাধ মেটাও মূঢ়ের ত্রিশুল বিঁধে বিষাক্ত মন।
রক্ত বীজের ধ্বংস লাগি রক্ত চুমুক মায়ের মুখে
দেব ঋষিগণ তপোবনে,বেঁচে থাকুক সরল সুখে
মাংস পিন্ড নয় তো নারী
অসীম সাহস শক্তি ধারী
অসুর বধের শক্তি আছে সকল নারীর উষ্ণ বুকে।