ইচ্ছে সুখ
              অচিন্ত্য সরকার

সাধ আমার হই মস্ত পাখি
      নীল আকাশে দাপিয়ে ডানা,
ইচ্ছা সুখে জমাবো পাড়ি
      শুনবো না আর কারো মানা।

দূর পাহাড়ের শিখর চুড়ায়
        বসবো গিয়ে কিছুটা ক্ষণ,
ঝর্ণার জলে মিটিয়ে তৃষা
        চলবে আবার ফেরারী মন।

সবাই যখন কাঁপবে ভয়ে
        আমি দেবো সাগর পাড়ি,
ইচ্ছে সুখে দেখবো ভূবন
          ভয়ের সাথে দিয়ে আড়ি।