হিং টিং শট
অচিন্ত্য সরকার
খুবলে খাওয়া মাংস আটকে দাঁতের ফাঁকে,
ব্রাশ করে দু'তিন বেলা রক্ত গন্ধ ঢাকে।
সানগ্লাসে নজর ঢাকে,ভাগার পানে চেয়ে,
নোংরা যতো ধুতে চায় গঙ্গা জলে নেয়ে।
আলুর খেতে পটল তোলে আনাহারী চাষী,
শোধনাগারের মেনূতে চাই মাঝে মধ্যে খাসি।
ব্যালট মাপে শত্রু মিত্র ডিগবাজী খায় রোজ,
ফাইভ স্টারে মুখ লুকিয়ে চলে মহা ভোজ।
নাগর দোলায় নিয়ম নীতি,উপর ওয়ালা হাসে,
ওজন বুঝে কসাই বাবু ছাগল ভালোবাসে।
হাড় বাঁধিয়ে গলায় বাঘা সারস প্রেমে মজে,
ভূতে তাড়া করলে পরে রাম নাম ভজে।
পট্টি বেঁধে দু'চোখে,ঠাঁয় দাঁড়িয়ে আইন,
দাঁড়ি টিকির দৈর্ঘ মেপে,দিতে হবে ফাইন।
রঙ বেরঙের উত্তরীয় জড়িয়ে গলায় ষন্ড,
জেড প্লাস সুরক্ষায় থেকে করে লন্ড ভন্ড।
কোলাহলে গলা তুলে শূন্য ড্রাম হাঁকে,
পাকাল মাছ দিব্বি বাঁচে পঁচা এঁদো পাঁকে।
কীটের বিষে ফসল মরে,কান্না চাষির ঘরে,
আগাছা ড্যাঙ ডঙিয়ে চড়ে ছাদের ঘরে।
অতি চালাক রাত্রদিন এঁটে চলে ফঁন্দি,
কিস্তিমাতের সময় হলে রাজা স্বয়ং বন্দি।
হিং টিং শট ওলট পালট ভর্তি যাদু ঝোলা,
মাথার ঠিক রাখতে তাই,নেশা করেন ভোলা।