হাইকু (১-৫)
অচিন্ত্য সরকার
(১)
নেতার কীর্তি।
পাচ্ছে হাসি আনমনে
জ্বলছে পিত্তি।
(২)
তোমার স্মরণে
হয়ত বা যাব একদিন
দেবদাসী মরণে।
(৩)
মা ভাসে জলে
আমাদের মুখে মিষ্টি
এ অনাসৃষ্টি।
(৪)
প্রেমের ভন্ডামি
রাতের দুঃস্বপ্নে পরগামিতা
জীবনটা দামী।
(৫)
হ্যাঁকছে কারা
মানুষ গুলোর আজ
পাইনে সাড়া।