হাহাকার
অচিন্ত্য সরকার
আমি তো তোমার কাছে শুধু একটা
বিশুদ্ধ হৃদয় চেয়েছিলাম।
পরিপূর্ণ রূপে বিশুদ্ধ-
শরীর নিরপেক্ষভাবে বিশুদ্ধ,
নৈকট্য নিরপেক্ষভাবে বিশুদ্ধ,
প্রয়োজন নিরপেক্ষভাবে বিশুদ্ধ,
পরিস্থিতি নিরপেক্ষভাবে বিশুদ্ধ,
সময় নিরপেক্ষভাবে বিশুদ্ধ,
এমনকি মৃত্যু নিরপেক্ষভাবে বিশুদ্ধ।
সেই বিশুদ্ধতার প্রকাশ
তোমার কথায়,কাজে,সাজে,লাজে,
অকাজে,অলাজে,মানে,অভিমানে,
চাতুরীতে,সেবায়,ঘৃণায়,রঙে,ঢঙে,
প্রেমে,অপ্রেমে অনুকুল প্রতিকুলের
সূক্ষ্ম ইঙ্গিত বহতায়,
অনুভব করবো আমি স্থির অটল।
সেই অনুভবের দৃঢ়তায়,
আমার কাব্যে সুইসাইড নোট নয়,
লেখা হবে জীবনের গান,
সবুজের গান,প্রেমের জয়গান।
চারিদিকে তো শরীরের ছড়াছড়ি,
লুটোপুটি,গড়াগড়ি,কাড়াকাড়ি।
সংসারের প্রয়োজনে,বাজারের প্রয়োজনে,
পকেটের টানে-বানে, তাড়নার দহনে,
কিংবা নিতান্ত বেঁচে থাকার প্রয়োজনীয়তায়,
সেখানে অনেক সময় কালিমা লাগে,ইচ্ছায়,অনিচ্ছায়,
বাধ্যতায়,ভব্যতায় কিংবা দুর্বলতায়।
অস্তিত্ব রক্ষার প্রয়োজন আর
প্রেমের প্রয়োজন এক নয়।
খাদ্যে,পানীয়ে ভেজালের পরিমাণ অনুপাতে,
জীবনী শক্তি নষ্ট হলেও
কিছুকাল শরীরে জীবন্ত থাকা যায়।
কিন্তু হৃদয়ের শুদ্ধতায় সমঝোতা করে
যথার্থ প্রেম প্রত্যাশা করাটা
সোনার পাথার বাটির মতো অলীক।
তোমরা হয়ত নাক শিটকে বলবে,
আমার এই চাওয়া নিতান্ত অবাস্তব,
একটা ইউটোপিয়ান কনসেপ্ট,
তাছাড়া আর কিছুই নয়।
তোমরা বলতেই পারো,তবে
আমি তা আদৌ বিশ্বাস করি না।
বরং এই চাওয়া সর্বজনীন,
কখনো সচেতনভাবে,আবার
কখনো তা অবচেতনভাবে।
কিন্তু প্রাপ্তি অতীব দুর্লভ,অলভ্য নয়।
লাখে এক না মিললেও,কোটিতে
এক না মিললেও,মিলিয়নে মিলবে।
না মেলাটা অক্ষমতা,চাওয়াটা অবাস্তব নয়।
আর সেই কারণেই প্রেমের নাম
করে ঘরে ঘরে বাসর বাস,
অথচ বিরহ সাহিত্যের এত বাড় বাড়ন্ত,
প্রেমকে ঘিরে বিশ্বজুড়ে এতো হাহুতাশ।
আমিও তো সেই শুদ্ধ হৃদয়ের খোঁজে,
মরিচীকার মোহে পড়েছি বারবার.....
জানিনা আর কত জন্ম চলবে,
এই দুষ্প্রাপ্যতার হাহাকার...