হবোনা অবুঝ
অচিন্ত্য সরকার
কি লাভ বলো কল'টা নেড়ে
জল যদি না পড়ে,
রুক্ষ মাটি,উষ্ণ শুষ্ক প্রাণবায়ু
মরুভূমির বালু গড়ে।
বাতাস ছোটে দিনভর শনশন
উড়ে পড়ে বালির কণা,
সুর্য যেন আগুন ঢালে চারদিক
খরা অসুর তোলে ফণা।
চলে দূরে উটের দল সারিসারি
পিঠে নিয়ে জলের বোঝা,
কোমর মেখলায় বর্শা বেঁধে নিয়ে
বেদুইন দের জীবন খোঁজা।
দূষণ দোষে বাড়ছে মরু নিত্যদিন
ভূমির জল হচ্ছে শেষ,
গাছ লাগিয়ে বাড়াতে পারলে বন
বাঁচবে তবেই পরিবেশ।
কল খুললে পড়বে,শুদ্ধ জল ধারা
পৃথিবী হবে সতেজ সবুজ,
বাঁচাবো জল,লাগাবো অনেক গাছ
আমরা আর হবোনা অবুঝ।