গ্রীষ্ম
অচিন্ত্য সরকার


কালের চক্র পথে,গ্রীষ্ম আসে ঋতু রথে
গরমের দাপটে কাহিল,চাই শীতল ধারা,
দুপুরে রোদ্দুর দাপায়,লোক থাকেনা পথে
বৈশাখী ঝড়ের সাথে,নতুন বর্ষার ধারা।

মাঠ ভরা খাঁ খাঁ রোদ্দুর,চোখ যায় যদ্দুর
ফুটি ফাটা বিল খাল,কোথাও নেই জল,
শুনসান পথ ঘাট,ক্লান্ত সকল নগর পুর
তবু গ্রীষ্মের ডালি ভরেছে হাজার ফল।

সূর্যের রুষ্ট রোষে,গরমে পৃথিবী ফোঁসে
পিপাসা কাতর পৃথিবী,শীতল হাওয়া চায়,
উষ্ণ হচ্ছে পৃথিবী,আমাদের দূষণ দোষে
নগরের কবলে রোজ সবুজ হারিয়ে যায়।

গাছের ছায়ায় ভরাই যদি গ্রীষ্ম হবে শান্ত
ফলের রসে তৃপ্ত হয়ে,হবোনা আর ক্লান্ত।