গন্ডগোল
            অচিন্ত্য সরকার

সকালের তাজা ফুল বিকেলে শুকায়
মিত্র হয়ে যায় শত্রু সময়ের স্রোতে
সত্যি মিথ্যে হয়ে যায় ক্ষমতা সঙ্গতে
ভালো মন্দ চলাচল ধারণা দোলায়।

গভীর রহস্য মোড়া সৃষ্টির আঙিনা
খেলা চলে নিত্যদিন আপন খেয়ালে
বরি শশী আসে যায় সময়ের তালে
আমরা যা তর্ক করি কেবল ধারণা।

এক পথে বয়ে চলে বদ্ধ পেন্ডুলাম
টিক টিক করে ক্ষণ তবু বয়ে যায়
মৃত্যুর খবর আসে জীবনের পায়
জীবনের অর্থ থেকে যায় বেলাগাম।

রঙ মেখে রঙ্গমঞ্চে মুখোশ বদল
তুমি আমি আসলে কে,বড্ড গন্ডগোল।