ঘুম নেই
অচিন্ত্য সরকার

শেষ রাতে পাশাপাশি দু’জনে একা,
বিছানায় জেগে,সমাজ সঙ্গিনী।
চলে বিকিকিনি,রোজকার নিয়মে,
লংকা,পেয়াজ,আদা,জিরে,চিনি,
তবু পাইনে তারে,কখনও দেখা।

চপলা হরিনী হারিয়েছে দূর দেশে,
হয়েছে আমার মরমী,পরের ঘরনী
সুখের ছলে,ভুলে গেছে ছলে বলে,
তবু ঘুম গিলে খায়,সুযোগ পেলে
চিরদিনের ক্ষুদিত রাহুর বেশে।

আকাশের বুকে,কত তারা সুখে
সারা রাত ধরে বাসর জাগে,
হঠাৎ কখনও জানা নেই কেন
খসে পড়ে তারা হয়ে আত্মহারা,
ছুটে আসে সুখে,পৃ্থিবীর বুকে।

সুখ যারে দেখি,হয়তো বা মেকি
রঙিন পোশাকে,রঙ চটা ঢাকে,
শেষ রাতে তাই স্বপ্ন জাগায়
ঘুম আসে না চোখের পাতায়
পাশাপাশি শুয়ে জাগি একাকি।