ঘরের মধ্যে ঘর
অচিন্ত্য সরকার
ঘর সংসার চলছে রোজ
বাজার দোকান আফিস
চপ,কাটলেট ফ্রাই ফিস,
মন করলেই মহা ভোজ।
হিংসা বিদ্বেষ আর ভাব
ছল চাতুরী বাঁকা বড়শি
ঈর্ষা কাতর পাড়া পড়শী,
ইঁদুরে খায় সব কচি ডাব।
কাক তাড়ুয়া ঠাঁই যে বসে
বেগুন যত পোকায় কাটে
সস্তা জিনিস বিকোয় হাটে,
পুসি তাড়াতে ডগি পোষে।
স্বার্থ থলির বাড়ছে যে খোল
সহজ পথ টা চলছে খোঁজা
ন্যায় নীতি সব ফালতু বোঝা,
যে যার তালে বাজাচ্ছে ঢোল।
গাজন থেকে বাজন বেশী
বাড়ি বেশী ঘর অনেক কম
নিঃসঙ্গ মন,মুখে বক বকম,
যত নির্বোধেরা ফলায় পেশি।
সাধের খোকা বিগড়ে যায়
ঘরের মধ্যে রোজ উঠে ঘর
আপন ঘরেই সবাই অপর,
লাভের গুড় পিঁপড়েতে খায়।