বিশ্বাস আছে?হ্যাঁ ঠিকই শুনেছেন- বিশ্বাস,
বিশুদ্ধ বিশ্বাস।যে কোন কম্পানির হলে চলবে-
দেশি কিংবা বিদেশি,যা মেয়াদ উত্তীর্ণ নয়,শীত
গ্রীষ্ম,বর্ষা সব আবহাওয়ায় যা একই রয়।ইয়াগোর
কু-মন্ত্রণা কিংবা দৈব প্রশংসা প্রতিরোধী মোড়কে
ভরা বিশুদ্ধ বিশ্বাস,দিতে পারো কি তার আশ্বাস?
প্যাকেট ভর্তি গঙ্গার জল পেলাম,দোকানিরা
সবাই বল্ল এক্কেবারে খাঁটি,চাইলে পাওয়া যাবে
মদিনায় বিশুদ্ধ মাটি,ধনলক্ষ্মী যন্ত্র,কুবেরের চাবি
বিশুদ্ধতার হলোগ্রামে পাওয়া যাবে সবই।কিন্তু
আমার তো এসব চাইনা,আমার চাই বিশুদ্ধ বিশ্বাস
কেও কি এনে দেবার, দিতে পার নিশ্চিত আশ্বাস?
যে ক’টি মাত্র পেকেট পেলাম সবই মেয়াদ উত্তীর্ণ
সব দোকানীর একই কথা,’কোম্পানী নতুন প্রোডাক্ট
বাজারে ছাড়ছে না,কেননা, ক্রেতার সংখ্যা হাতে গোনা
‘তাঁরা নাকি আবার প্রায় সবই পাগল’,এ সব কথা-
কান পাতলেই যাবে শোনা।আগের প্যাকেট গুলো
অবিক্রিত থেকে থেকে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
এখন চাহিদা বেশি, খাঁদ মেশানো গয়নার সোনা।