গর্ভ ধারণ              
              অচিন্ত্য সরকার

তোর সাথে রোজ দিনে রাতে,সঙ্গমে মাতি।
বিকেলের ঝরাপাতা একাকিত্বে,শ্রাবণ ধারার
নস্টালজিক ছন্দে,পলাশের মকমলি ঠোঁটে,
যুই ফুলের মেয়েলি সুগন্ধে,কচি পাতার
আঁতুরে সবুজে,চৈতি চাঁদের রাধা কলঙ্কে,
মন খারাপের পালক খসা ব্যথায়,শেষ রাতের
ঘুম ভাঙা অবকাশে,আদ্র করি নিজেকে রোজ,
তোর সেই পরিশুদ্ধ ভরাট আবেশে।

তবুও বলবি,আমি তোর খোঁজ রাখিনে !
জানিস তুই,কি ফেলে গেছিস,আমার কাছে?
মনের বিশুদ্ধ কোণে প্রথম ফোটা আরকোরা কড়ি,
মৌমাছি ঘ্রাণ নেয়নি তার,ভ্রমর পায়নি
পরাগের স্বাদ,পৃথিবীর কুটিলতায় হয় নি বেস্বাদ,
দিলি অঞ্জলি অপার্থিব বিশুদ্ধতায়।
যুক্তি,তর্ক,লাভ,ক্ষতি,রঙ,ঢঙ,বয়স,ভুত,ভবিষ্যৎ
বেকার সব,অর্থহীন হয়ে যায়,অবোধ বিশুদ্ধতায়।

সেই খাঁটি সুর আজও শিহরণ তোলে শৃঙ্গার রসে।
খেলি রতিখেলা,বেলা অবেলা একান্ত অবকাশে। দেশ,কাল,দূষণের সীমানা তুচ্ছ করে,তুই আমি দু'জনে,জটিলা কুটিলার বাড়া ভাতে ছাই দিয়ে,
গভীর অনুভবে পাই সঙ্গমের তৃপ্ততা।
তাই তো,তুই যুগ যুগান্তরে,দেশ দেশান্তরে,
তুষ্ট করে ঘরে বরে,গর্ভে ধারণ করিস,
প্রসব করিস,লালন করিস,আমার কবিতা।