গাঁজা খাব
             অচিন্ত্য সরকার

আমারে ধরেছে রাজ রোগে
আমি যেন মস্ত রাজা!
এবার থেকে রাজার রাজার
সাথে বসে খাব গাঁজা।

প্রথম যৌবনে কলেজ ক্যাম্পাসে
দু,একবার বন্ধুর অফারে,
সিগারেটে টান দিয়েছি বটে,তবে
নেই নি ধোঁয়াটা ভেতরে।

মদ ছুঁইয়েছিল প্রিয় বন্ধু কলীগ
ওপর কলীগের বিয়েতে,
একই সাথে খেয়েছি আর একদিন
এক পিকনিক পার্টিতে।

আর যত আছে নেশা বদাভ্যাস
যাইনি তো ধারে কাছে
ভালোছেলে হয়ে পড়াশুনো করার
সুনামের বাধা যে আছে।

রোগ যে আমার মানিনি সুনাম
উল্টেও দেখেনি রেকর্ড,
সব কবিতা যে কেড়ে নিতে চায়
আটকে ভোকাল কর্ড।

এই তো সবই দিলাম ফিরিস্তি
জ্ঞাতসারে জানি সত্যি,
গাঁজা ছুঁয়ে দেখিনি কোনদিন
এক ছটাক -এক রত্তি।

হয়ত তাই রাগ করেছে ভোলা
আমার চাইছে নেশাসঙ্গ,
এবার গাঁজা খেতে বাবার সঙ্গে
ছাড়তে হবে কী রূপসী বঙ্গ!

তাই তো বন্ধু,যারা দিচ্ছো এখানে
দিয়ে যাও জোরে সুখটান,
বিষিয়ে যাচ্ছে যাক বায়ু তাতে
কে কাটে তোমাদের কান!

বিষের জ্বালায় মরবে যারা
সহতে না পেরে দূষণ,
কৈলাশে গিয়ে ছাড়বে না তার
গাঁজা খাবে দিয়ে মন।

গাঁজার আগুনে পুড়লে স্বর্গ
ঘুম ভাঙবে বিধানকর্তার,
তখন হয়ত শাস্তি পাবে যারা
দূষিত করছে পৃথিবী তাঁর।





###হাসপাতালের বেডে শুয়ে (19/09/21)7:08pm