গাঙফড়িং দিনগুলো।
অচিন্ত্য সরকার
হারানো সে দিনটা যদি
আবার ফিরে পাই,
কৌশোরের বাঁধন হারা
তা ধিনা ধিন গাই।
রামধনু সে দিন গুলো
নতুন কিশোলয়,
মুঠো ভর্তি প্রাণ ছিল
ছিল না ডর ভয়।
বটের ঝুরিতে বন্য দোল
কাঁচা আমের স্বাদ,
কুলের ডালে ঢিল মারা
ছিল না কিছু বাদ।
ডাংগুলি ও কাঁচের গুলি
কত রকম খেলা,
সাইকেল চড়া শিখতে গিয়ে
কেটে যেত বেলা।
আদর মাখা মায়ের শাসন
চলত সাঁজ সকাল,
ফুড়ুৎ পাখি উড়ে গেল
গাঙফড়িং সে কাল।