ফুচকা
           অচিন্ত্য সরকার

খুড়ি চাইলো ফুচকা খেতে
      খুড়োর তাতে রাগ,
লোকের সামনে হা করা তে
      বড্ড খুড়োর বিরাগ।

খুড়ো বলে,সন্দেশ খাও
        খুড়ি ঘোরায় মুখ,
টক জলের ফুচকা খেতে
        খুড়ির বেজায় সুখ।

খুড়ো বলে,সোনা আমার
        খেও না টক জল,
এনে দিচ্ছি তোমায় আমি
         টাটকা তাজা ফল।

খুড়ি বলে,নিজে গেলো
        চললাম আমি ঘর,        
লজ্জা লাগে জুটেছে আমার
        তোমার মত বর।

রোজ বিকেলে প্যাকিং করে
       ফুচকা আনতো কানাই
বিয়েটা তারে করতাম যদি
       মনে বাজতো সানাই।

খুড়ো বলে,জেনেছি তোমার
       ফুচকার বিশেষ স্বাদ,
আমারে কেন দোষো তোমার
        বাপ সেধেছে বাদ।

অনেক আগেই শুনেছি আমি
       এবার তবে জানাই,
তোমার সাথে মারতো লাইন
        ফুচকা বেচা কানাই।

শুকনো হেসে খুড়ি বলে,
         কি যে ফালতু বলো!
আমার বড্ড লাগছে গরম
         মালাই খাবে চলো।