ফুড়ুৎ পাখি
অচিন্ত্য সরকার
যখন ভরা কটাল আবেগ ছিল প্রানে
মন হতো প্রজাপতি মধুপের টানে,
মন-দোতারা সুর তুলতো প্রেম গানে
তখন তো কারও কথা তুলিনি কানে!
আজ এত কিসের জ্বালা
বাঁশি যখন বাজায় কালা
শরীর মন সব ঝালাপালা
মন বলে সব ছেড়ে পালা।
দিয়েছে ফাঁকি
ফুড়ুৎ পাখি;
মিথ্যে ডাকি,
পাগল নাকি!