ফটিকের শৈশব
অচিন্ত্য সরকার
দশ পেরিয়ে সবে এগারো তে পা দিয়েছে ফটিক
জন্মদিনে বেলুন উড়িনি কোন দিন তার বাড়িতে,
জন্মদিন তার মাও হয়ত বলতে পারবেনা সঠিক
কেক,পায়েস স্বপ্নে আসে,চাল চড়ে না হাড়িতে।
মালিকের মেয়ের জন্মদিনে দূর থেকে দেখেছে
কত বেলুন ওড়ে রঙ বেরঙে ঘর বারান্দা জুড়ে,
সেই সকালে পান্তার জল ছেঁকে ভাত খেয়েছে
হাড়ের রেখাচিত্র ফটিকের আলগা বুক জুড়ে।
বছর তিনেক হলো ফটিক ছেড়েছে সহজ পাঠ
মা-বাপের সাথে কাজে যোগ দিয়েছে ইট ভাটায়,
সারা দিন কাঁচা পাকা ইট বয়ে সন্ধায় করে হাট
ঘামের নোনতা স্রোতে ভেসে,সে শৈশব কাটায়।
পেটের আগুনে ঝলসে গেছে ফটিকের শৈশব
শিশুর শ্রমে বেড়ে চলে মুনাফা লোভীর বৈভব।