ফসকে গেলে
অচিন্ত্য সরকার
পা ফসকালে ভাঙবে হাটু
চিকিৎসা আছে তার,
ফসকে গেলে মুখের কথা
ফিরবে নাতো আর।
মুখের কথা,কথার কথা
কি আছে তার দাম,
ফসকে গেলে একটু খানি
ছুটিয়ে দেবে ঘাম।
মুখ ফসকানো বিপদ জনক
পা ফসকানো থেকে,
ফসকে গেলে মুখটা একটু
গিন্নী বসবে বেঁকে।
গোঁসা একবার হলে গিন্নীর
ঘরে লাগবে আগুন,
অকালেতে উঠবে তুফান
ভেসে যাবে ফাগুন।
বলবে কথা ঠান্ডা মাথায়
ফসকে না যায় মুখ,
গিন্নী থাকবে বেজায় খুশি
বাড়িতে থাকবে সুখ।