ফারাক
অচিন্ত্য সরকার
খোলা মাঠে শুদ্ধ বাতাস,শত পাখির গান
সোনার ফসল ভরা চাষির ক্ষেতে,
মন্দ স্রোতে বইছে নদী,নিয়ে মাঝির গান।
দিল খোলা সব মানুষ গুলো,স্বল্প চাহিদা
দুঃখ সুখে আছে আনন্দেতে মেতে,
মেকাপ করে থাকে না,দেখতে যেমন যা।
পার্বণেতে এক পরিবার,একটা হতো হাড়ি
হৈ হৈ করেই থাকতো সবাই মেতে,
পুরো পাড়াই এক হতো একটা যেন বাড়ি।
মুঠো ফোনে ব্যস্ত জীবন,দুনিয়া হলো ঘর
সবাই সবারে ছুঁয়ে ট্রাম বাসেতে,
ভিড়ের মাঝে মন উদাস,সবাই যেন পর।
ছুটছে সবাই জেট গতিতে,নেই অবসর
আগের টান নেই মায়ের নাড়িতে
এক ঘরেতে গড়েছে,যে যার আপন ঘর।