ভালোবাসা পাইনি এ কথাটা বলতে
বুকের বাঁ দিকের প্রকোষ্ট গুলো যেন
হিম শীতল কষ্ট-বাষ্পে ভরে ওঠে;
মনে হয়, তা হবে সুস্থ মানুষের প্রলাপ।
তবে ছিটে ফোঁটা যে টুকু পেয়েছিলাম
বাজারের যত কোলাহল,দরদাম এড়িয়ে
মানিব্যাগের গোপন চেনে রেখেছিলাম
সব নজর এড়িয়ে,জনান্তিকে,একান্ত আমার।
মনে ছিল আসা,সময় অনুকুলে,আনন্দে
বীজ বুনে, ফোটাবো মনের মত ফুল-বাহার।
কিন্তু হাঠাৎ নোটবন্দি,মাঠে মারা সব ফন্দি,
আজ শুধু বুকবন্দি,এক থোকা কলঙ্ক।
তবে তোমারা বিশ্বাস কর,তাতে কলঙ্কের
অজান্তে লেগে যাওয়া কালির ছিটেও ছিল না।
তবু সমাজের বিধান-পুঁথি,সবলের শক্ত মুঠি
প্রেমিকা বিমুখ হল,ভয়ে ভয়ে গুটিশুটি
সাধ্বী অপরিচিতা,মুখে নিষ্কাম গীতা।
জীবন টা সুনসান, একরাশ অভিমান;
শুধু কানে বাজে, কয়েকটা বিরহের গান।