এক ফ্রেমে
                   অচিন্ত্য সরকার

(ভারত-বাংলাদেশ মৈত্রী কবি সম্মেলন,২০১৯ উপলক্ষে লেখা)

কাঁটা তারের বেড়া ভেঙে
মিলন মঞ্চ ভরল প্রেমে;
ভেদাভেদের বাঁধন ছিঁড়ে
উঠল ছবি এক ফ্রেমে।

যুদ্ধবাজের মাথায় বাজ
বজ্র কণ্ঠে কবির হাঁক;
নানার রঙের চিত্রপটে
মানুষ সবার ঊর্ধে থাক।  

চাঁদের হাটে আনন্দ পসরা
ভিড় করেছে রসিক জন;
কাবিতা সুখে উষ্ণ বুকে
স্মরণীয় থাক জীবন ক্ষণ।  


(বন্ধুরা সব ভালো থেকো
আমার কথা মনে রেখো।)