তোমার স্থাপত্য, ভূগোল, ইতিহাস
গোপন-প্রকাশ,আনন্দ হা-হুতাস,
গহন মনের ছায়া-আঁধারী গলির
সর্পিল কালো সাদা আনাগোনা;
অবাধ বিচরণে, কোথাও একদিন
আমার ছিলনা, একবিন্দু মানা।

আপন হাতে আপন গুপ্তধনের
রহস্য-ভেদ চাবি দিয়েছিলে তুলে।
অভয় দানে কতবার খুলেছ আগল
বলেছো,আমার প্রেমে তুমি পাগোল;
সে কি প্রতারণা ছিল?না কি...
পাথর চেপে বুকে,চাইছো যেতে ভুলে?


তবে কী ছিল তা, যৌবন-চপলা খেয়াল!
না কি, তা ছিল, শুধুই শরীরী তাড়না?
প্রেমের মোড়কে হয়নি ধারনা......
আর একবার, শুধু একবার, আগের মতো
উষ্ণতায় পরিতৃপ্ত করে,চুলের ফাঁকে
আঙুল চালিয়ে, বুঝিয়ে বলে যেতে পারোনা?