ঈদ
অচিন্ত্য সরকার

        রমজান মাস শেষে
শুদ্ধাচার উপবাসে,
সরু এক ফালি চাঁদে
খুশির খবর আসে।  

আত্মীয় স্বজন বন্ধুতে
বাড়ি ভরে উঠে সুখে,
দুঃখ,যন্ত্রণা সব ভুলে
হাসি ভরে ওঠে মুখে।

নতুন জামা কাপড়ে
রকমারি সব খাবারে,
ঈদের মিলন খুশিতে
দাওয়াত থাকে সবারে।

নামাজ পাঠ শেষে
বুকে বুকে আলিঙ্গন,
সব ভেদাভেদ ভুলে
শান্তিতে ভরে মন।