দ্বিতীয় মা
অচিন্ত্য সরকার
মায়ের নাড়ি ছিড়ে পড়েছি তোমার বুকে
তারপর হামাগুড়ি আর হাঁটি হাঁটি পা পা,
তোমার কোল জুড়ে ছেলে খেলার সুখে
তোমার শরীর জুড়েই বসতি আমার যা।
তোমা তৈরী মানব দেহ,লালন করো তুমি
তোমার বুকের ফসল কণা তুষ্ট করে দেহ
সব যাতনা সহ্য করো তুমি সর্বংসহা ভুমি
তোমার তুল্য এই জগতে আর নেই কেহ।
তোমার বুকের বৃক্ষ লতায় বায়ু হয় শুদ্ধ
তোমার বুকে ধারণ কর জীবন রূপী জল,
তোমার বুকে বসত ঘর প্রেম ডোরে বদ্ধ
তোমার থেকে পুষ্টি নিয়ে বৃক্ষ ধরে ফল।
দেশের মাটি পুষ্ট আমি,আজ হয়েছি যা
মায়ের মত পালন করে,তুমি দ্বিতীয় মা।